Sports Stars

রিও অলিম্পিক্সে হারের বদলা নিলেন পুসারলা বেঙ্কট সিন্ধু

  • ইন্ডিয়ান ওপেন সুপার সিরিজের ফাইনালে চ্যাম্পিয়ন হলেন সিন্ধু। নিউ দিল্লির সিরি ফোর্ট ইন্ডোর কমপ্লেক্স-এ স্পেনের ক্যারোলিনা মারিন স্ট্রেট সেটে হারলেন তাঁর কাছে। ফলাফল ২১-১৯, ২১-১৬। এই পুসারলা বেঙ্কট সিন্ধুই রিও অলিম্পিক্সের ফাইনালে হেরে গিয়েছিলেন মারিনের কাছে। বলা যেতে পারে তাঁর সেই হেরে যাওয়ার যন্ত্রণা এতদিনে প্রশমিত হল নিজের দেশের মাটিতে জয়লাভ করে।    

You may like